logo
ads
২৭ সেপ্টেম্বর, ২০২৫

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত অন্তত ৩১

অনলাইন ডেস্ক

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত অন্তত ৩১

16px

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় এ ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর

নিহতদের মধ্যে ছয় শিশু, নয়জন পুরুষ এবং ১৬ জন মহিলা রয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বিজয়ের আগমনের অপেক্ষায় তার সমর্থকেরা ৬ ঘণ্টার বেশি সময় ধরে ভিড় করে ছিলেন। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে, অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বিজয়ের আগমনের অপেক্ষায় তার সমর্থকেরা ৬ ঘণ্টার বেশি সময় ধরে ভিড় করে ছিলেন। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে, অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন।

এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় শোক জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।

 

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads